বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস
বিদ্যালয়টি ১৯৬০ সালের উনিশ জুন তারিখে এক শুভ লগ্নে স্থানীয় কয়েকজন বিদ্যানুরাগীর আন্তরিক প্রচেষ্টায় গোপীনাথ বর্মন পিতা- স্বর্গীয় গুরুচরন বর্মন ও সুরেন্দ্রনাথ বর্মন পিতা- স্বর্গীয় কেশবলাল বর্মন এর ধর্মর্থে দানকৃত কুড়ি শতাংশ জমির উপর প্রথম যাত্রা শুরু করে। পরবর্তীতে ১২/১০/১৯৬১ ও ০৯/০৯/১৬৬৪ খ্রিঃ তারিখের হুকুম দখল আদেশ বলে ছাত্রী নিবাস নির্মান ও সম্প্রসারণ কাজের জন্য যথাক্রমে ১৬(ষোল)ও ২৯(উনত্রিশ) মোট ৪৫(পঁয়তাল্লিশ) শতাংশ জমি প্রাপ্ত হয়। তৎপরবর্তীতে ১৯৬৬ ও ১৯৬৭ সালে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে মুল বিদ্যালয় ভবনের সম্প্রসারন প্রয়োজন হলে স্হানীয় জনাব অছিমদ্দিন, জনাব মহাতাব উাদ্দন ও হাজী জনাব মোকলেছার রহমান সর্ব পিতা-মরহুম হাজী রহিম বকস মন্ডল নাম মাত্র মূল্যে ০৬(ছয়) শতাংশ জমি দান করেন।